নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক পূর্ত, সাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডা. ফজলুল করিম এর ২য় পুত্র ব্যাংকার ও সমাজ হিতৈষী জাবেদ করিমের মৃত্যুতে শোক জানিয়েছেন গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ওয়ালীউল্লাহ রাববানী।
এক শোক বার্তায় তিনি তার আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ঢাকার উত্তরাস্থ বাসভবনে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন জাবেদ করিম (৬০)। পরদিন কিশোগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মন্তব্য করুন