অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে রাইফা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাইফা মসজিদজাম গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মসজিদজাম গ্রামের সৈয়দ অতুল জানান, বিকালে রাইফার বড় বোন রৌজার সাথে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় শিশুটি। রৌজা গোসলে থাকাবস্থায় এক ফাকে পানিতে ডুবে যায় রাইফা। পরে তাকে না পেয়ে বাড়িতে খবর দেয় রৌজা। বাড়ির লোকজন গিয়ে নদীতে নেমে অনেক খোঁজাখুজির পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান জানান, ময়নাতদন্ত ছাড়াই রাইফার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।