নিজস্ব প্রতিবেদক: কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও দোয়া করেন নেতাকর্মীরা।
জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ সভাপতি জিয়া উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক দীপক দাস, প্রচার সম্পাদক আকবর খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা হায়দার চামেলি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন শফি, কার্যকরী কমিটির সদস্য মাসুমা আক্তার, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।
পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার।