করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মো. আদম আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে করিমগঞ্জের বিদ্যানগর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর নানা জটিলতায় ভুগছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ সোমবার জোহরের নামাজের পর করিমগঞ্জ বাজার জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, করিমগঞ্জের রাজাকার ক্যাপ্টেন (অব:) এটিএম নাসির উদ্দিন ও অ্যাডভোকেট এটিএম শামসুদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষী দিয়েছিলেন আদম আলী। মামলার রায়ে এ দুই সহোদরের ফাঁসির আদেশ হয়। এরমধ্যে নাসির এখনও পলাতক এবং গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন শামসুদ্দিন।
শোক
আদম আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন আন্তর্জাাতিক যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি ও সাক্ষী সুরক্ষা কমিটির সভাপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষী রেজাউল হাবিব রেজা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন। তিনি আরও বলেন, তার মত সাহসী মানুষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ায় প্রকৃত অপরাধীদের সাজা হয়েছে।