পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক হলো মা। ছোট্ট এই শব্দের অতলে লোকানো থাকে গভীর স্নেহ, মমতা ও অকৃত্রিম দরদ। মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় বিশ্ব মা দিবস।
বিশ্ব মা দিবস উপলক্ষে রবিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের সংবর্ধনা, দুস্থ মায়েদের মাঝে বস্ত্র বিতরণ ও সন্তান কর্তৃক মায়েদের পা ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা সাব রেজিস্ট্রার মহসিন উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, বেসরকারি সংস্থা পপির উপজেলা কর্মকর্তা শাহীন হায়দার, আইজিএ প্রকল্পের শিক্ষার্থী রীমা আক্তার বক্তব্য রাখেন।
সভা শেষে গান, কবিতা ও স্বপ্নজয়ী দুইজন মাকে ক্রেস্ট প্রদান, ১০ জন সুস্থ্য মাকে শাড়ি ও পা ধোয়া কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশুদেরকে পুরস্কার প্রদান করা হয়।