অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ৪৯৫ পিস ইয়াবাসহ সুমন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। সুমন করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার শামছুল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২ টার দিকে নিয়ামতপুর এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় সুমনকে ৪৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে।
পরে করিমগঞ্জ থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন