পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ জন শারিরীক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মঙলবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন।
হুইল চেয়ার পেয়ে আনন্দিত শারীরিক প্রতিবন্ধী আজিজুলের পিতা উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামের মো.নজরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ২০ বছর ধরে একই বিছানায় এপাশ ওপাশ করে আমার ছেলের দিন কাটছে। হুইল চেয়ারটি পাওয়ায় সে এখন কিছুটা হলেও ঘরের বাইরে ঘুরাফেরা করতে পারবে। হুইল চেয়ার পেয়ে আমরা খুব খুশি। আজিজুলের মতো অন্য প্রতিবন্ধীদের স্বজনরাও আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু বলেন, প্রতিবন্ধীরা পরিবার বা সমাজের বোঝা নয়। তাদের প্রতি সহায়তার হাত বাড়ালে এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে তারাও দেশ ও জাতির জন্য ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুস্থ, অসহায় এসব প্রতিবন্ধীদের চলাফেরার সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করেছেন। আজ ১০জনকে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকলকে দেওয়া হবে।