হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জের হোসেনপুরে ব্র্যাকের সামাজিক সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে হোসেনপুর হাসপাতাল মোড়ে মাস্ক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি।
মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রাবেয়া পারভেজ।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান সেলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহসানুল হক, ব্র্যাক দাবির ম্যানেজার প্রদীপ কুমার পোদ্দার, ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করে তোলা খুবই জরুরি।