পালিত হয়।
কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, সদস্য আনোয়ার কামাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর
আমিনুল ইসলাম সোহেল প্রমুখ।
বক্তারা বিএনপি-জামায়াত কর্তৃক প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানান এবং তাদেরকে প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। যারাই এর সাথে জড়িত, তারা অতীতে যেমন আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে, ভবিষ্যতেও হবে। সকল বাধা বিপত্তি অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। দেশের জনগণ তার সাথে রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, চক্রান্তকারীরা কোনদিন সফল হবেনা। জনগণ তাদেরকে প্রতিহত করবে।