হোসেনপুর (কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৬০ জন গ্রামপুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাইসাইকেল বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান কাঞ্চন, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন , পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসের উপ–প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মণ ও নাজির রাফিউল হক সুমন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ এলাকায় নজরদারী বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে ৬টি ইউনিয়নের ৬০ জন গ্রামপুলিশের (দফদার– মহল্লাদার) হাতে একটি করে নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়।
নতুন বাইসাইকেল পেয়ে ভীষণ খুশি গ্রামপুলিশ সদস্যরা। এতে করে তাদের কাজের গতি আরও বেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।