সোহেল রানা, নিকলী (কিশোরগঞ্জ) থেকে: কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।
বুধবার রাত ৮ টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ফুসফুসের জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নিজ গ্রাম ষাইটধার ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হবে।
আফজাল হোসেন এমপির শোক
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। তিনি এক শোক বার্তায় বলেন, গিয়াস উদ্দিনের মৃত্যুতে নিকলীবাসী একজন দেশপ্রেমিক বীর সৈনিককে হারালো। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।