স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নানা শ্রেণি পেশার দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন যুবলীগ নেতা সৈয়দ ফরিদ আহমেদ চৌধুরী জনি।
আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে তিনি খাবার বিতরণ করেন। বানিয়াকান্দি গ্রাম থেকে তিনি খাবার বিতরণ শুরু করেন। এ সময় দেশের করোনা পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা হয়।
যুবলীগ নেতা জনি বলেন, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নির্দেশে তিনি দরিদ্রদের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন। ছয় শতাধিক মানুষকে আজ রান্না করা খাবার দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে কোন সংকটে আমি মানুষের পাশে থাকবো।
এ সময় যুবলীগ নেতা সৈয়দ আফাকুল ইসলাম নাটু, সৈয়দ জাকিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন