রাকিবুল হাসান রোকেল: কিশোরগঞ্জের ইটনায় নৌ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ইটনা উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার দুপুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, ইটনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, আওয়ামী লীগ নেতা এনায়েত কবিরসহ আওয়ামী
লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী পেয়ে ইটনা উপজেলার নয়া নগর গ্রামের বাসিন্দা শাহ পরান বলেন, করোনায় বিধি নিষেধের কারণে আমরা অনেকটা বেকার হয়ে পড়েছিলাম। এখন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেওয়ায় আমার খুবই খুশি। উপজেলা পরিষদ এই উদ্যোগ নেওয়ায় তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী কামরুল হাসান বলেন, দরিদ্র মানুষ যেন দুর্যোগে কষ্ট না পায়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন। স্থানীয় পর্যায়ে আমরাও জনগণের পাশে রয়েছি। কারও প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে দেশের সংকটময় মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান তিনি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে ৫০ জন নৌ শ্রমিককে ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি পিঁয়াজ, ১ লিটার তেল, ১ প্যাকেট সেমাই দেওয়া হয়। এছাড়া গত মঙ্গলবার ইটনায় থানা প্রাঙ্গনে প্রায় দুশ অটোচালকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।