পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও এনসিডি কর্ণার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে কিশেরগঞ্জ–২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর–এ–আলম খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল কবির কাউছার প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বলেন, অপারেশন থিয়েটারে সম্পূর্ণ বিনামূল্যে সিজার অপারেশন করা হবে। এছাড়াও এনসিডি কর্ণারের মাধ্যমে ডায়াবেটিস ও প্রেসারের রোগীদের বিনামূল্যে এনসিডি কার্ড করে চিকিৎসা ও ওষধ সরবরাহ করা হবে।
আপনার মন্তব্য করুন