নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: সকালে হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন ইকবাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি। সারাদিন নিখোঁজ থাকার পর বিকালে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া গেছে। শুক্রবার বিকালে কিশোরগঞ্জের নিকলী উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের পাশে কাটাখালী ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ইকবাল হোসেন নিকলী নগরবাড়ির মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে।
ইকবাল হোসেনের পারিবারিক সূত্র জানা গেছে, আজ শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় নিজ বাড়ি থেকে হাঁটার উদ্দেশ্যে বের হন। সারাদিন আর বাড়িতে ফিরেননি তিনি। বিকাল সাড়ে ৪টার দিকে কাটাখালী ব্রীজের নিচে তার লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।