কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির উদ্যোগে অসহায়, দরিদ্র শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার পৌর সদরের পশ্চিম বাগরাইট, ভোগপাড়া, কটিয়াদী পূর্বপাড়া, মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া, তেরগাতী, চাতল বাগহাটা, আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া, আচমিতা, গনেরগাঁও, জালালপুর ইউনিয়নের ফেকামারা, জালালপুর, লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামে ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র শ্রমজীবী ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, আধা লিটার তেল ও ১টি সাবান।
খাদ্য সহায়তা পেয়ে খুশি আচমিতা গ্রামের বৃদ্ধা ফুল বানু। তিনি বলেন, কাম কাজ নাই। খাওন খোরাকের কষ্ট। এই চাইল, ডাইলে কয়ডা দিন চলবো। তোমরার লাইগ্যা দেয়া হরি (করি)।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, এ পর্যন্ত একজাজার ত্রিশটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ উত্তরণ না হওয়া পর্যন্ত শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা হাসান তারেক বাপ্পী, আশরাফিজুর রহমান হৃদয়, তরুণ উদ্যোক্তা হুমায়ুন কবীর, একেএম মুশফিকুর রহমান রবিন, হাসিবুর রশিদ রাফি প্রমুখ উপস্থিত ছিলেন।