ওরটা খাঁটি নয় স্যার
আমার তেলটা নেন
তেলবাজিতে আমিই সেরা
নিয়ে ধন্য করেন।
আমি আপনার খাস চামচা
নাইকো জুরি মোর
চাইলে এনে দিতে পারি
বেহেশতেরই হুর।
বাপ দাদারাও ছিলেন আমার
তেলবাজিতে সেরা
তাদের থেকেও দক্ষ আমি
সে কথা নয় মিছা।
আপনি সবার মাথার মুকুট
মারহাবা মারহাবা
পা টা একটু এগিয়ে দিন
চেটে হই আত্মহারা।
(সাইফউদ্দীন আহমেদ লেনিন)
৪ আগস্ট-২০২২
আপনার মন্তব্য করুন