ঢাকাশনিবার , ১৭ জুলাই ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত কিশোরগঞ্জের গরু ব্যবসায়ী শাহজালালের লাশ নিজ গ্রামে দাফন

প্রতিবেদক
-
জুলাই ১৭, ২০২১ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ফেনীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত কিশোরগঞ্জের গরু ব্যবসায়ী শাহজালালের (২২) লাশ তার নিজ গ্রামে দাফন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, ফেনী থেকে শনিবার ভোর ৪ টার দিকে তার লাশ সাগুলি গ্রামে এসে পৌঁছায়। এ সময় তার স্বজন ও প্রতিবেশিরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ২টার দিকে ফেনী শহরের সুলতানপুর এলাকায় গরু ব্যবসায়ী শাহজালালকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাগুলি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

শাহজালালের চাচাত ভাই আনোয়ার হোসেন নয়ন জানান, কোরবানি ঈদ উপলক্ষে গরু বিক্রি করার জন্য ট্রাকে করে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ ১০ ব্যবসায়ী ফেনীতে গিয়েছিলেন। গরুবোঝাই ট্রাকটি ফেনী শহরের সাহেব বাড়িতে ঢোকার সময় স্থানীয় পৌর কাউন্সিলর আবুল কালাম তাদের পিছু নেন। সময় আবুল কালাম গরুবোঝাই ট্রাকটি ছিনতাই করার চেষ্টা করলে শাহজালালসহ তার কয়েকজন সহযোগী বাধা দেন। তখন কাউন্সিলর কালাম গুলি করেন। পরে শুক্রবার সকাল ৭টার দিকে একটি পুকুর থেকে শাহজালালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশএ ঘটনায় সাগর নামে একজনকে আটক করে পুলিশ।

এদিকে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে শুক্রবার শাহজালালের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।

শাহজালালের পরিবারে মা, বাবা, এক ছোট ভাই ও বিবাহিত এক বোন রয়েছেন। শাহজালাল পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি বলে জানা গেছে।

আপনার মন্তব্য করুন