কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্মিসভা আজ শনিবার দুপুরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। কর্মিসভা উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ সদস্য দিলারা বেগম আছমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, যুগ্ম সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী ও শেখ আনার কলি পুতুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাহমিনা খাতুন, সহ–দপ্তর সম্পাদক সোহেলা আফসানা ইকো, নির্বাহী সদস্য হাবিবা নজরুল হ্যাপী, বেবী বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে দ্রুত উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি করতে হবে। এতে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হবে। সমাজের সর্বক্ষেত্রে উপজেলা মহিলা আওয়ামী লীগ কার্যকর ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম।