মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতির সাবেক সহকারী একান্ত সচিব ও ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল হাই-এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় মিঠমইন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল হক নূরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মরহুম আব্দুল হাই-এর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ডালিম ও কায়সার আহমেদ পাভেল, মিঠামইন উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি বি. এম. সোহান, সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক রফিক আহমেদ পল্লব, সৈয়দ হাসিবুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।