নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চারদিনের সফরে কিশোরগঞ্জে পৌঁছেছেন। আজ সোমবার বিকাল ৩.৪০ টায় বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা থেকে তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের হেলিপেডে অবতরণ করেন।
হেলিপেড থেকে তিনি যান মিঠামইন ডাকবাংলায়। সেখানে বিকাল ৪টায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার শেষে মিঠামইনের কামালপুর গ্রামের নিজ বাড়িতে যান রাষ্ট্রপতি।
তার সঙ্গে কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর–নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এবং বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রয়েছেন।
চারদিনের সফরে তিনি হাওর উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় এবং হাওরের উন্নয়ন কাজ পরিদর্শন করবেন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের সাথে মত বিনিময় করবেন তিনি। মিঠামইনের কামালপুর গ্রামে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। মঙ্গলবার বেলা ১১টায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। পরে মোটরকেডযোগে অষ্টগ্রাম উপজেলায় যাবেন। সেখানকার উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। মিঠামইনে ফিরে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।
বুধবার বেলা ১১টায় মিঠামইনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং বিকাল ৩টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা ৭টায় যাবেন ইটনা উপজেলায়। তিনি সেখানকার উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন রাষ্ট্রপতি। পরে মিঠামইনে ফিরে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন তিনি।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টায় নিজ বাসভবনে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাবেন রাষ্ট্রপতি।