ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় কৃষক লীগের বর্ধিত সভাপতি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইটনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান। ইটনা উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
ইটনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলু মিয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর (খসরু), কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা কৃষক লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য এস এম আলমগীর, ইটনা উপজেলা কৃষক লীগের সহ–সভাপতি আবু বক্কর, শরিয়ত উল্লাহ, ইটনা সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. শাহজাহান প্রমুখ।
বর্ধিত সভায় ইটনা উপজেলা কৃষক লীগের সম্মেলনকে সামনে রেখে প্রতিটি ইউনিয়ন সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।