হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে সাহেবের চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিখোঁজ দুজন হলেন মনির হোসেনের ছেলে মো.ইয়াসিন (৭) ও আব্দুস সামাদের ছেলে মো.সিফাত (১৬)। তাদের দুজনের বাড়ি ময়মনসিংহের পাগলা থানার চরশাখচূড়া গ্রামে।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে বহ্মপুত্র নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে কিশোরগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে অনেকেই এসেছিলেন। ইয়াসিন, সিফাতও পাশের পাগলা থানা থেকে এসেছিল। নৌকাবাইচ শেষে মানুষের ভীড়ে দুটি নৌকাডু্বির ঘটনা ঘটে। এর একটিতে ছিল দুই শিশু। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তারা দুজন তলিয়ে যায়। পরিবারের লোকজন তল্লাশি চালিয়েও তাদের খোঁজ পায়নি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.আবুজর গিফারী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চার সদস্যের ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত তাদের সন্ধান কিংবা উদ্ধার করা সম্ভব হয়নি।