ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে নৌকা ডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ২১, ২০২২ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজের প্রায় ৩৬ ঘন্টা পর চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৬ টার দিকে ব্রহ্মপুত্র নদের ব্রীজের কাছে তাদের মরদেহ ভেসে ওঠে।

তারা হলেন ময়মনসিংহ জেলার পাগলা থানার চর শাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তবে এখনো নিখোঁজ রয়েছেন একজন।

হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সকালে ব্রীজের কাছে দুইজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ শেষে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে দুটি নৌকার সংঘর্ষে একটি নৌকা ডুবে যায়। এতে ওই দুইজনসহ তিনজন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরিদল ঘটনার পর এবং মঙ্গলবার সারাদিন তল্লাশি চালায়। কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় শামীম আলম (৩০) নামে এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। তিনি হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে।

আপনার মন্তব্য করুন