ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ২১, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

আজ বুধবার সকালে আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেককে নগদ একহাজার টাকা প্রদান করা হয়।

আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিৎ কুমার বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান করেন করিমগঞ্জ পৌর মডেল কলেজ ও আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হেলিম, করিমগঞ্জ পৌর মডেল কলেজের প্রশাসক মাহফুজুর রহমান পল্টু, আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আতে এলাহি, সমাজ সেবক আফতাব উদ্দিন ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন