নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও বিস্কুটসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাত ৯টার দিকে অভিযানটি চালায় র্যা ব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যা ব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের দলটি ভৈরবের নাটালের মোড়ে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ১০ হাজার ১৪৫ পিস ভারতীয় কীটকাট চকলেট, ১৪ হাজার ৯৬০ পিস ফাইভ স্টার চকলেট ও ১৫ হাজার ৬৩০ পিস ওরিও বিস্কুটসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দেউলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোতালেব (২২) ও গাজীপুর জেলার টঙ্গী থানার আরিচপুর এলাকার সাহাবুদ্দিনের ছেলে সোলেমান বাদশা শাহিন (৩১)।
র্যা বের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার দুজনকে চোরাকারবারী হিসেবে উল্লেখ করে জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত চোরাচালানের সাথে জড়িত থাকার কথা
স্বীকার করেছেন।
এ ব্যাপারে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।