হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশনারা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম রহিত প্রমুখ।
আপনার মন্তব্য করুন