আদালত প্রতিবেদক: কিশোরগঞ্জে মাদক আইনে দায়ের করা মামলায় মো. আবুল কালাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আহমদাবাদ গ্রামের ডাক্তার মন মিয়ার ছেলে। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৭ সালে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে দুই কেজি গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইলসেটসহ আটক হন আবুল কালাম। পরে এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর জামিনে গিয়ে পলাতক হন তিনি।
এ ঘটনায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার রায় ঘোষণা করা হয়।