ঢাকাMonday , 3 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতিবেদক
-
October 3, 2022 5:28 pm
Link Copied!

আদালত প্রতিবেদক: কিশোরগঞ্জে মাদক আইনে দায়ের করা মামলায় মো. আবুল কালাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আহমদাবাদ গ্রামের ডাক্তার মন মিয়ার ছেলে। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৭ সালে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে দুই কেজি গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইলসেটসহ আটক হন আবুল কালাম। পরে এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর জামিনে গিয়ে পলাতক হন তিনি।

এ ঘটনায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার রায় ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য করুন