নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি এ. কে. এম. মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের আয়োজনে মেলায় ১১০টি স্টল স্থাপন করা হয়েছে।
আপনার মন্তব্য করুন