ঢাকাবুধবার , ৫ অক্টোবর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে আনসার-সুইপার সংঘর্ষ, ফাঁকা গুলি, আহত ৭

প্রতিবেদক
-
অক্টোবর ৫, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনসার ও সুইপারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আনসার সদস্যসহ সাতজন আহত হয়েছেন।

মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার বেলা সাড়ে ১২ টার থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর ১ টা পর্যন্ত।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে হাসপাতালে কর্মরত হরিজন সম্প্রদায়ের এক সদস্যের একটি মোবাইল ফোন হারানো যায়। পরে ঐ সদস্য হাসপাতালের মূল ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় হরিজন সম্প্রদায়ের ঐ সদস্য তার কলোনীতে খবর দেন। অপরদিকে ঘটনা শুনে আনসার ক্যাম্প থেকেও আনসার সদস্যরা ছুটে আসেন। এক পর্যায়ে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এতে এক আনসার সদস্যসহ সাতজনের মতো আহত হয়েছেন। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ জানান, বিষয়টি আপাতত সমাধান হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য করুন