স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা আওয়াম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু অসহায়দের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন।
আজ সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার যশোদল ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারকে তিনি খাদ্য সহায়তা প্রদান করেন। তরুণ নেতাকর্মীরা মোটরসাইকেলে করে এসব খাদ্যসামগ্রি অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।প্রত্যেককে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি লবণ দেওয়া হয়।
এ সময় যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম মিয়া, জেলা যুবলীগ নেতা আবু তালেব আকন্দ, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, সাবেক ছাত্র লীগ নেতা কাজী আবেদীন সোলায়মান, মহিবুল হাসান রিফাত, তোষার প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, করোনার এই মহামারিতে কর্মহীন মানুষ খুবই অসহায় হয়ে পড়েছেন। কঠিন এই সময়ে ধনাঢ্য প্রভাবশালীদের অনেকেই নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। জনপ্রতিনিধিদেরও অনেকেই গরিবদের সহায়তায় এগিয়ে আসছেননা। শহীদ সৈয়দ নজরুল ইসলামের উত্তরসূরী হিসেবে তিনি সীমিত সম্পদ নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, গত রবিবারও তিনি যশোদলে ১৫০ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন। সৈয়দ আশফাকুল ইসলাম টিটু করোনা মহামারীতে খাদ্য সহায়তার পাশাপাশি করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন ও এম্বুলেন্স সার্ভিস দিয়ে যাচ্ছেন।