ঢাকাশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানালেন ছাত্রলীগ নেতা আরমিন

প্রতিবেদক
-
অক্টোবর ৭, ২০২২ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কাঙ্খিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে ক্ষোভ, অভিমানে রাজনীতিকে বিদায় জানিয়েছেন এক ছাত্রলীগ নেতা। ঘটনাটি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১০ টার দিকে দুধ দিয়ে গোসলের ভিডিও পোস্ট করেন তার নিজ ফেসবুক আইডিতে।

জানা গেছে, দীর্ঘ প্রায় ১২ বছর পর গত বুধবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত ১৯ সদস্যের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আরমিন আহমেদকে ১ নং সহ-সভাপতি রাখা হয়।

উপজেলা কমিটি গঠনের পর থেকে ফেসবুকে পক্ষে বিপক্ষে কাদা ছোড়াছুড়ি চলছে। এছাড়াও পদবঞ্চিত একটি অংশ কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকালে পাকুন্দিয়া সদরে বিক্ষোভ মিছিল করে।

আরমিন আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেন, “১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭ মামলার আসামি, গত ১ বছর পুলিশের হয়রানী। বিদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।” তিনি আরও লিখেন, “ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি, আবেগে ভেজালের স্থান নেই। ভালো থাকবেন প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না, প্রকৃতি সঠিক সময়ে ফিরিয়ে দেয়, দিবে, অপেক্ষায় থাকলাম।”

আরমিন আহমেদ জানান, আমি অনেক কষ্ট করে সংগঠনকে চালিয়েছি। কমিটি হবে সেখানে বয়সের কারণে সিনিয়র তিনজনকে বাদ দেওয়া হয়েছে। জুনিয়র তিনজনের মধ্যে আমি সিনিয়র। পাঁচ বছর আগে থেকেই আমাকে সাধারণ সম্পাদক করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। তিনজন সিনিয়র বয়সের কারণে বাদ হওয়ায় আমাকে সভাপতি করার কথা ছিল। কিন্তু তারা কথা রাখেনি। আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের সাথে তো আর রাজনীতি করতে পারবোনা। সে কারণেই কলঙ্কমুক্ত করতেই দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে গেলাম।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, যারা প্রকৃত অর্থে সংগঠনকে ভালোবেসে মনে প্রাণে ছাত্রলীগটা করেন তাদের সমন্বয়েই কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, সবাইকে তো আর সমানভাবে খুশি করা সম্ভব হয় না। এক্ষেত্রে একটি অংশের মধ্যে মান অভিমান থাকবেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন উল্লেখ করে আরমিনের এমন কাণ্ডকে তার একান্ত ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ, দুধ দিয়ে গোসল করা আরমিন আহমেদ পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

আপনার মন্তব্য করুন