ঢাকাSaturday , 8 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জ সমাজ কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

প্রতিবেদক
-
October 8, 2022 4:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জস্থ করিমগঞ্জ সমাজ কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভা আজ শনিবার জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সমন্বয়ক ও সাবেক আইজিপি মো. সানাউল হক।

সম্মেলন উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ।

সমিতির সভাপতি এডভোকেট মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আইটি ব্যবসায়ী শেখ কবির আহমেদ, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. আ. ন. ম নৌশাদ খান, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লুৎফুর রহমান চাঁন মিয়া ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. আতাউর রহমান।

সম্মেলনে আবু বকর ছিদ্দিককে সভাপতি ও মো. ইলিয়াস খানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে আরও যারা রয়েছেন তারা হলেন সিনিয়র সহ সভাপতি শেখ আসাদুজ্জামান খোকন, সহ সভাপতি হোসাইন আহাম্মদ গেন্দু ও গোলাম ফারুক, সহ সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন আহম্মেদ দিপু ও মো. সেলিম জাবেদ, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন খসরু, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম, সমাজ কল্যাণ ও আইন বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ. বি. এম রুহুল আলম, ছাত্র বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. আশরাফুন্নাহার, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, কার্যকরী সদস্য (সংরক্ষিত) করিমগঞ্জ পৌরসভায় আবুল কালাম আজাদ, কাদির জঙ্গল ইউনিয়নে সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, জাফরাবাদ ইউনিয়নে মো. হান্নান খান, নোয়াবাদ ইউনিয়নে মো. নাজমুল হক দাদন, জয়কা ইউনিয়নে মো. মাসুম খান, গুণধর ইউনিয়নে মো. হেদায়েত উল্লাহ, সুতারপাড়া ইউনিয়নে মো. হাফিজ উদ্দিন, নিয়ামতপুর ইউনিয়নে মো. রায়হান, কিরাটন ইউনিয়নে মো. ইবাদুর রহমান শামীম, বারঘরিয়া ইউনিয়নে মুস্তাফিজুর রহমান, গুজাদিয়া ইউনিয়নে শামসুজ্জামান আকন্দ ও দেহুন্দা ইউনিয়নে অধ্যক্ষ আমিনুল হক। কার্যকরী সদস্য (সাধারণ) মো. মতিউর রহমান ভূঞা, মো. খায়রুজ্জামান পুটন, মো. হাবিবুর রহমান ও মো. ইউসুফ আলী।

আপনার মন্তব্য করুন