নিজস্ব প্রতিবেদক: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত সাংগঠনিক মাস উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মিসভায় সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপ-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ হেল কাফি মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের জাতীয় পরিষদ সদস্য সরদার মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার এবং কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. বদর উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান মিতুল, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আলীমুল মুত্তাকী পলাশ ও উপ দপ্তর সম্পাদক জিয়াউল হক বাতেন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নূরুল হক খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মিসভা ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধিতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সদর উপজেলা কমিটির অন্তর্ভুক্ত ১১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা শেষে যেসব ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি নেই সেগুলোতে দ্রুত কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ এবং ইউনিয়ন কমিটি গঠনে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার
কর্মীসভায় কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, বৌলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি সুলতান আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শফিকুল ইসলাম মেরাজ, আরিফুজ্জামান সূচক, রমজান মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খালেদ সাইফুল্লাহ সাফাত, চৌদ্দশত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম জাফরুল ভূঁইয়া, রশিদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোর্শেদুর রহমান সাগর, বৌলাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াদ হোসেন আলাল, যুগ্ম-আহ্বায়ক রকিবুল ইসলাম রকিব, কর্শাকড়িয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, মাইজখাপন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাকির হোসেন, দানাপাটুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুব আলম, মুয়াজদ্দিন নবীনসহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।