করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল বশর শামীম ওরফে শামীম ভূইয়ার মা ওম্মে হালিমা মুখলেছ (৮৭) ইন্তেকাল করেছেন।
আজ রবিবার দুপুর সোয়া একটার দিকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
তিনি চার ছেলে, তিন মেয়ে অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
রবিবার রাত ৯ টায় নয়াকান্দি গ্রামের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আপনার মন্তব্য করুন