নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ৬০৫ পিস ইয়াবাসহ জীবন চৌধুরী (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সোমবার ভোরে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযানটি চালায়।
র্যাব সূত্র জানায়, একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে মর্মে র্যাব জানতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর সত্যতা পেয়ে অভিযান চালায় র্যাবের দলটি। এ সময় ৬০৫ পিস ইয়াবা, নগদ একহাজার একশত টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ জীবন চৌধুরীকে গ্রেফতার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত আনার মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার জীবন চৌধুরীকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।