হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার দুপুরে হোসেনপুর সদর বাজারে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য ঘোষিত কমিটির নেতাদেরকে আজ সোমবার বেলা ১১টার দিকে বরণ করে নেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হাসপাতাল মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ চলাকালে একটি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
পদবঞ্চিত গ্রুপের নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন মঈন জানান, অছাত্র, বিবাহিত, বয়সোত্তীর্ণ ও ছাত্রদল থেকে আগতদেরকে নিয়ে কমিটি গঠন করায় এ কমিটিকে তারা আগেই অবাঞ্ছিত ঘোষণা করেন। এ কমিটি আজ আনন্দ মিছিল করবে জেনে তারাও বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাসপাতাল মোড়ে গেলে তাদের ওপর হামলা চালায় কমিটির নেতাকর্মীরা। এতে পদবঞ্চিত গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে মঈন দাবি করেন।
অপরদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, অনুষ্ঠান শেষে হাসপাতাল প্রাঙ্গনে মিষ্টিমুখ করার সময় প্রতিপক্ষের ছেলেরা এসে ইটপাটকেল ছুড়ে এবং দা, ছোরা নিয়ে হামলার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাদেরকে প্রতিহত করে। তবে এতে কেউ আহত হয়নি বলে দাবি করেন তিনি।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাসুদ আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত হোসেনপুর উপজেলা ছাত্রলীগের ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনের রাতেই কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি নিজ ফেসবুক পেজ থেকে ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে দুটি পোস্ট দেন। সেখানে তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিকে মেয়াদোত্তীর্ণ বলে অভিযোগ করেন। এছাড়াও নবগঠিত হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমটিতে অছাত্র, বিবাহিত, বয়স্ক ও বিতর্কিতদের দিয়ে কমিটি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পরদিন বৃহস্পতিবার পদবঞ্চিত গ্রুপটি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে।