কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফুজুর রহমান ও ৪ নং ওয়ার্ডের মেম্বার শহীদুল হক উজ্জ্বলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের ৪(১)/৫ ধারায় দায়েরকৃত মামলা আমলে নেওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাদেরকে বরখাস্ত করে আজ বুধবার এক প্রজ্ঞাপন জারি করেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের কপি কিশোরগঞ্জের জেলা প্রশাসক, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বরখাস্তকৃত চেয়ারম্যান ও মেম্বারের কাছে পাঠানো হয়েছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চান্দপুর ইউনিয়নের মঞ্জিলেরকান্দা গ্রামের আনোয়ার আলী ভূঁইয়া মারাজের বাড়িঘর ভেঙে দখল নিয়ে মালামালসহ লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ১৩ জনের বিরুদ্ধে গত ১০ আগস্ট কিশোরগঞ্জের ১নং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের ৪(১)/৫ ধারায় মামলা (মামলা নং ৩৭/ 2022 ) দায়ের করেন তিনি। ১১ সেপ্টেম্বর চেয়ারম্যান ও মেম্বারসহ ৯ জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ আফরোজা তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়র পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী কিশোরগঞ্জের জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু ওই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাটি আমলে নেওয়া হয়েছে, ফলে তাদের পক্ষে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমিচীন নয় মর্মে সরকার মনে করে। ফলে চেয়ারম্যান মাফুজুর রহমান ও মেম্বার শহীদুল হক উজ্জ্বল কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হলো।