নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা মো. জিয়ারুল হক চৌধুরী (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিস্থ (নীলগঞ্জ মোড়) নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর শহীদী মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে চর শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়।
জিয়ারুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি ওয়ালীউল্লাহ রাববানী। এক শোক বার্তায় তিনি তার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য করুন