ঢাকাFriday , 14 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
October 14, 2022 12:09 am
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় সড়কে পাশ থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ১০ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৮ বছরের মধ্যে হবে বলে ওসি জানান।

প্রাথমিকভাবে ওই যুবককের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য করুন