বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: দীর্ঘ প্রায় ১৭ বছর পর কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা ও সাত ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক ঘোষিত সাংগঠনিক মাসের কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনকে তৃণমূল পর্যায়ে গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশে সম্প্রতি কমিটিগুলোর অনুমোদন দেন স্বেচ্ছাসেবক লীগ বাজিতপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ও জাতীয় পরিষদ সদস্য আফজাল হোসেন।
অনুমোদিত আহ্বায়ক কমিটিগুলো হচ্ছে, বাজিতপুর পৌরসভা, পিরিজপুর ইউনিয়ন, হালিমপুর ইউনিয়ন, হিলচিয়া ইউনিয়ন, সরারচর ইউনিয়ন, মাইজচর ইউনিয়ন, দিঘিরপাড় ইউনিয়ন ও কৈলাগ ইউনিয়ন।
দলীয় সূত্রে জানা গেছে, বাজিতপুর পৌরসভায় মো. হেদায়েতুল ইসলামকে আহ্বায়ক, দুলাল মিয়া, সাইফুল ইসলাম, এহসান রনি ও ওবায়দুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
পিরিজপুর ইউনিয়নে আরিফুল হক মুরাদকে আহ্বায়ক ও ওবাইদুল হক দিপুকে যুগ্ম আহ্বায়ক, হালিমপুর ইউনিয়নে জুয়েল মিয়াকে আহ্বায়ক ও লোকমান হোসেনকে যুগ্ম আহ্বায়ক, সরারচর ইউনিয়নে নূরে আলমকে আহ্বায়ক ও সাদ্দাম হোসেনকে যুগ্ম আহ্বায়ক, মাইজচর ইউনিয়নে মোশারফ হোসেনকে আহ্বায়ক ও দিপু মিয়াকে যুগ্ম আহ্বায়ক, দিঘীরপাড় ইউনিয়নে আফজাল হোসেনকে আহ্বায়ক ও আলমগির হোসেনকে যুগ্ম আহ্বায়ক, হিলচিয়া ইউনিয়নে রায়হান মিয়াকে আহ্বায়ক ও মান্নান মিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং কৈলাগ ইউনিয়নে নূরে আলমকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রানা আহমেদকে।
আহ্বায়ক কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।