নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৯৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. জিল্লুর রহমান (চশমা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মো. আশরাফ উদ্দিন রেনু (আনারস প্রতীক) পেয়েছেন ২৫৮ ভোট।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শামীম আলম এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে বেলা ২ টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আশিক জামান এলিন (মোটর সাইকেল প্রতীক) পেয়েছেন ১৫৯ ভোট, এডভোকেট হামিদুল আলম চৌধুরী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৩৬ ভোট ও মো. সেলিম (হেলিকপ্টার প্রতীক) পেয়েছেন ১৩ ভোট।
নির্বাচনে ১ হাজার ৫৫০ ভোটারের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ভোট প্রদান করেন। এরমধ্যে অবৈধ (বাতিলকৃত) ভোট ৭ টি।
আপনার মন্তব্য করুন