নিজস্ব প্রতিবেদক: “সংগঠনের শক্তি সংহত করি, সংগঠকের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশাদারী দক্ষতা জোরদার করি” এ স্লোগান সামনে রেখে কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সাংগঠনিক পক্ষের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিক।
এ সময় জেলা মহিলা পরিষদের নেত্রী এডভোকেট হামিদা বেগম, শংকরী রাণী সাহা, মাহফুজা আরা পলক, কামরুন্নাহারসহ পাড়া কমিটি এবং তৃণমূল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন