নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১৩ টি সদস্য পদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ১১ টিতে। একটিতে সমান সংখ্যক ভোট পেয়েছেন দুই প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুটি আসনের প্রার্থী। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল উল্লেখ করা হলো।
১ নং আসনে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক (তালা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সানোয়ার হোসেন (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৭৪ ভোট। ২ নং আসনে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদ আলম (টিউবওয়েল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাবিয়া পারভীন জেনি (ঘুড়ি প্রতীক) পেয়েছেন ৩৯ ভোট। ৩ নং আসনে ১ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম (ঘুড়ি প্রতীক)। তিনি পেয়েছেন ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাবুল আহম্মেদ (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৪৮ ভোট। ৪ নং আসনে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান (তালা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মুরাদ (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৩৮ ভোট। ৬ নং আসনে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এ কে এস জামান সম্রাট (তালা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ২৮ ভোট। ৭ নং আসনে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইসমাইল হোসেন (টিউবওয়েল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান (তালা প্রতীক) পেয়েছেন ৪৮ ভোট। ৯ নং আসনে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফজলুল হক হাইদারী (তালা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ছায়েদুর রহমান (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৪৮ ভোট। ১০ নং আসনে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আবু তাহের (তালা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন বাতেন (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৩৩ ভোট। ১১ নং আসনে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান ওরফে মাহবুবুর রহমান (তালা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহবুব হাসান কামাল (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৩১ ভোট। ১৩ নং আসনে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুছ ছাত্তার (ঘুড়ি প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজরুল ইসলাম (তালা প্রতীক) পেয়েছেন ২৮ ভোট।
১২ নং আসনে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। তাদের মধ্যে কাইছার আহম্মেদ ভূঁঞা (ঘুড়ি প্রতীক) ও মো. জাকির হোসেন (তালা প্রতীক) ৫১ ভোট করে পেয়েছেন। লটারির মাধ্যমে তাদের জয় পরাজয় নির্ধারণ করা হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
৫ ও ৮ নং আসনের প্রার্থী দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।