নিজস্ব প্রতিবেদক: লটারিতে ভাগ্য নির্ধারিত হলো জাকির হোসেনের। জেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের ভৈরব থেকে সদস্য হলেন তিনি। দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারিতে ভাগ্য নির্ধারণ করা হয়।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে (জেলা প্রশাসকের কার্যালয়) লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মো. জাকির হোসেন ও কাইসার আহম্মেদ ভূঁঞা ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, লটারিতে জয়ী হয়েছেন মো. জাকির হোসেন। এ সময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কিশোরগঞ্জের ভৈরবের মো. জাকির হোসেন (তালা প্রতীক) ও কাইসার আহম্মেদ ভূঁঞা (ঘুড়ি প্রতীক) ৫১ ভোট করে পান। এছাড়া মির্জা মো. সোলাইমান (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৪ ভোট এবং মো. নাজির উদ্দিন (হাতি প্রতীক) পেয়েছেন ১ ভোট। দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারির সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ১১১ জন। সোমবার সকাল ৯ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ভোটগ্রহণ শুরু হয়, চলে দুপুর ২ টা পর্যন্ত। নির্বাচনে ১০৮ জন ভোটার ভোট প্রদান করেন।