নিজস্ব প্রতিবেদক: “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এ স্লোগানে আজ মঙ্গলবার কিশোরগঞ্জে উদযাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস।
কিশোরগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।
সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। পরে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে শেখ রাসেল দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আসাদ উল্লাহ প্রমুখ।