পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন প্রজাতির ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত করেছে মৎস্য অধিদপ্তর। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নার আপেল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. সাহেনা আক্তার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ৫ টি ওয়াকফ্ এস্টেটের পুকুর ও খামা বিলে বিভিন্ন প্রজাতির ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।