নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সমিতির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন কমিটির কাছে দায়িত্ব অর্পন করেন বিদায়ী কমিটির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন ও সদস্য সচিব শেখ ফরিদ আহাম্মদ।
নতুন কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন মানিক জানান, দীর্ঘ সাত বছর আহ্বায়ক কমিটি দায়িত্ব পালনের পর নতুন কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এতে হেলাল উদ্দিন মানিককে আহ্বায়ক ও আলমগীর মুরাদ রেজাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
চলমান মোকদ্দমা নিষ্পত্তি সাপেক্ষে আগামী তিন মাসের মধ্যে সমিতির নির্বাচন দেওয়া হবে বলে জানান হেলাল উদ্দিন মানিক।
দায়িত্ব অর্পন অনুষ্ঠানে সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন