ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ১২ জন

প্রতিবেদক
-
অক্টোবর ২১, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ১২ জন অসহায় ও জটিল রোগীকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের কাছ থেকে অনুদানের চেক গ্রহন করেন সুবিধাভোগীরা।

সুবিধাভোগীদের মধ্যে উপজেলার চৌদার গ্রামের সুজন মিয়াকে ৫০ হাজার টাকা, ধূলজুরী গ্রামের বিল্লাল হোসেনকে ৫০ হাজার টাকা, মেছেড়া গ্রামের মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা, কাইছমা গ্রামের রাজিবুল আলম রাজনকে ৫০ হাজার টাকা, উত্তর জামাইল গ্রামের আ. রাশিদকে ৫০ হাজার টাকা, টান সিদলা গ্রামের রিয়াজ উদ্দিনকে ৩০ হাজার টাকা, ঢেকিয়া গ্রামের মোসলিম উদ্দিনকে ৩০ হাজার টাকা, নান্দানিয়া গ্রামের মফিজ মিয়াকে ৩০ হাজার টাকা, বিলচাতল গ্রামের আনার বেগমকে ৩০ হাজার টাকা, ধুলিহর গ্রামের আব্দুস সাত্তারকে ৩০ হাজার টাকা, পূর্ব দ্বীপেশ্বর গ্রামের মাজিম উদ্দিনকে ৩০ হাজার টাকা ও পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের খলিল মিয়াকে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়।

এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্র্মকতা স্বপন কুমার বর্মণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন