হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক মামলার দুই আসামি পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার সাহেবেরচর গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন সাহেবেরচর গ্রামের মনির উদ্দিনের ছেলে কামরুল ইসলাম ও তার পুত্র খায়রুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবেরচর গ্রামে অভিযান চালিয়ে কামরুল ইসলাম ও তার পুত্র খায়রুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তিন বছর আগে হোসেনপুর থানায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। গ্রেফতার এড়াতে পিতা-পুত্র দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু এর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য করুন